ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের হামলা

২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ জানুয়ারি ২০১৮

২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক

বিডিনিউজ ॥ ছাত্রলীগের হামলার প্রতিবাদে ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। তার আগে ২৬ জানুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ এবং ২৮ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বাম ছাত্র সংগঠনগুলোর এই জোট। বুধবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন এই কর্মসূচী ঘোষণা করেন। অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়ন সভাপতি জি এম জিলানী শুভ, ছাত্রফ্রন্টের আরেক অংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে। ঢাবিতে বিক্ষোভ ॥ এদিকে জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করার প্রতিবাদে ‘সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ। অপরদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট। আগামী ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘট পালন করবে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা এই কর্মসূচী ঘোষণা করেন। তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন। ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ভিসিকে মুক্ত করেন। এ সময় ছাত্রলীগের সঙ্গে প্রগতিশীল ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টার ওই হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে মেডিক্যালে ভর্তি রয়েছেন। হামলায় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রজোট নেতারা। অন্যদিকে ৩০-৩৫ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগসহ শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে লাঞ্ছিত ও তার কার্যালয়ের তালা ভাংচুর করার প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী।
×