ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জামালের সন্দেহজনক হার ফরাশগঞ্জের কাছে

প্রকাশিত: ০৪:৩৬, ১২ জানুয়ারি ২০১৮

জামালের সন্দেহজনক হার ফরাশগঞ্জের কাছে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম লেগের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। দ্বিতীয় লেগে এসে আগের ম্যাচের ফল পাল্টে দিল ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামালকে। জয়ী দলের চিনেদু ম্যাথিউ জোড়া গোল করেন। অপর গোলটি করেন মোঃ আলমগীর। বিজিত দলের একমাত্র গোলটি করেন সলোমন কিং কানফর্ম। লীগে এটা সলোমনের ব্যক্তিগত পঞ্চদশ গোল যা সতীর্থ রাফায়েলের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ। বদলাটা নিল ফরাশগঞ্জ ঠিকই। কিন্তু সেটা কতটা নিখাদ জয় তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। কেননা পুরো ম্যাচটি দেখে গ্যালারির দর্শক এবং প্রেসবক্সের সাংবাদিকদের কাছে মনে হয়েছে এই ম্যাচে ছিল পাতানো খেলার গন্ধ। তিনবারের লীগ চ্যাম্পিয়ন জামাল এবার চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হওয়াটা নিশ্চিত করে ফেলেছে আগেই। সেই শক্তিশালী জামালের এভাবে পয়েন্ট টেবিলের তলানির দলের কাছে অসহায় আত্মসমর্পণ করাটা বিস্ময়করই বটে। পুরো ম্যাচে ফরাশগঞ্জ যেভাবে গোল করেছে এবং জামাল যেভাবে গোল মিসের মহড়া দিয়েছে তাতে আঁচ করা গেছে অনেক কিছুই। শেখ জামাল ম্যাচ ছেড়ে দিলে ফরাশগঞ্জের লাভ কি দেখে নেয়া যাক। জামালের কাছে হেরে গেলে বৃহস্পতিবারই অবনমন নিশ্চিত হয়ে যেতো ফরাশগঞ্জের। কিন্তু জামালের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ায় আগামী মৌসুমে প্রিমিয়ার লীগে খেলার আশা বেঁচে থাকলো তাদের। কেননা ২২ ম্যাচে তাদের হয়েছে ১৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মুক্তিযোদ্ধারও। অন্যদিকে ২১ ম্যাচে রহমতগঞ্জের ১৫ পয়েন্ট। তাই শেষ ম্যাচে সাইফের বিপক্ষে হেরে গেলে সর্বনাশ হবে রহমতগঞ্জেরই।
×