ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিডনিতে এ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হচ্ছে আজ

সান্ত¡নার জয় পেতে মরিয়া ইংলিশরা

প্রকাশিত: ০৬:২০, ৪ জানুয়ারি ২০১৮

সান্ত¡নার জয় পেতে মরিয়া ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বোলারদের বিশ্বাস করতে হবে যে স্মিথকেও আউট করা সম্ভব। তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে, চাপ কমে আসবে!’ ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বক্তব্যেই পরিস্কার তার দল প্রতিপক্ষ অধিনায়কে নিয়ে কতটা আতঙ্কে আছে। টানা তিন হারে আগেই এ্যাশেজ ট্রফি হাতছাড়া হয়েছে। এ্যালিস্টার কুকের ব্যাটিং দৃঢ়তায় মেলবোর্নে চতুর্থ ম্যাচ ড্র করার পর কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সফরকারীরা। সিডনিতে আজ থেকে শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্ট সান্ত¡নার জয় পেতে মরিয়া ইংলিশরা। তবে স্মিথকে থামাতে না পারলে সেটা হয়ত সম্ভব নয়। সিরিজের চার টেস্টে তার স্কোরÑ ১৪১*, ৪০, ৬, ২৩৯, ৭৬ ও ১০২*! শেষটাও যথারীতি রাঙিয়ে তুলতে বদ্ধপরিকর সময়ের আলোচিত এ ব্যাটসম্যান। ফর্মে থাকা ক্রিস ওকসের ইনজুরি খুব একটা গুরুতর নয়। তবে টেস্টের গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে ওয়ানডে শুরু করতে চায় ইংল্যান্ড। তাই সিডনিতে থাকছেন না তিনি। সিডনি টেস্টেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে পারে লেগ স্পিনার ম্যাসন ক্রেইনের। ইতোমধ্যেই সিডনিতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রেইন-ভেল্কি দিয়ে শেষ টেস্টে জয় দিয়ে এ্যাশেজ সিরিজ শেষ করতে চায় সফরকারী ইংলিশরা। এ পর্যন্ত ৪৮ টেস্ট খেলা মঈন অলরাউন্ডার হিসেবে এ্যাশেজ দলে সুযোগ পেয়েছেন। তবে তিনি একদমই নিষ্প্রভ। বল হাতে ৩ উইকেটের পাশাপাশি তার ব্যাটিং গড় মাত্র ১৯! টার্নিং উইকেট হিসেবে খ্যাতি থাকায় ক্রেইনের খেলার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বিখ্যাত এ মাঠে গত বছর নিউ সাউথ ওয়েলসের হয়ে পাঁচ উইকেটও ঝুলিতে রয়েছে ২০ বছর বয়সী এ লেগ স্পিনারের। ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিস বলেন, ‘সিরিজ হার নিশ্চিত হওয়ায় এখন কিছু খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে।’ টেস্ট ক্রিকেটের জন্য ক্রেইন প্রস্তুত কিনা- প্রশ্নের জবাবে বেলিস বলেন, ‘কাউকে খুঁজে নিতে হয়তোবা এখনকার মতো সময় আর হবে না। কোন এক পর্যায়ে আপনাকে শুরু করতে হবে।’ মেলবোর্নে চতুর্থ টেস্টে বেশিরভাগ সময়ই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ইংলিশদের হাতে। কেবল শেষ দিনে অধিনায়ক স্টিভ স্মিথের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচটা ড্র করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে কোন বিদেশী খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২৪৪ রানে অপরাজিত থাকেন কুক। ম্যাচে পাঁচ উইকেট শিকার করে ঘুরে দাঁড়িয়েছেন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড অধিনায়ক রুট বলেন, ‘এ যাত্রায় এ পর্যন্ত যেভাবে খেলেছি, আমরা তারচেয়ে ভাল দল। সামনের দিকে এগিয়ে যেতে আমাদের দলের জন্য এটাই একটা উদাহরণ। আমরা যে আরও ভাল দল, সিডনিতে সেটাই প্রমাণ করতে চাই। সবাই অন্তত জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া হয়ে আছে।’ এ মাঠে এ্যাশেজে শেষ চার ম্যাচের দুটিতে জয়ী হওয়ার রেকর্ড অবশ্য ইংলিশদের আছে। তবে সিডনি টেস্টে জয়ী হতে স্মিথকে আটকানোর উপায় বের করতে হবে ইংল্যান্ডকে। চলমান সিরিজে দুর্বার গতিতে এগিয়ে চলছেন স্মিথ। পার্থে ক্যারিয়ার সেরা ২৩৯সহ এ পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকানো এ তারকা ব্যাটসম্যান এ পর্যন্ত ১৫১ গড়ে মোট ৬০৪ রান করেছেন। স্মিথ বলেন,‘ প্রত্যেক বোলারের বিপক্ষেই আমি মানিয়ে নিচ্ছি। তারা যেমন আমাকে আউট করার চেষ্টা করে আমিও একেক বোলারের জন্য ভিন্ন পরিকল্পনা সাজাই! আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পছন্দ করি। সিডনির শেষ টেস্টেও জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই। স্টার্ক ফিট হয়ে উঠেছে। আশা করছি সেরা বোলারকে নিয়েই আমরা মাঠে নামতে পারব।’ প্রথম তিন টেস্টে মূলত স্টার্কের বোলিং তোপেই বিধ্বস্ত হয়েছিল ইংলিশরা। তাই কেবল ব্যাটসম্যান স্মিথই নয়, স্টার্ককে নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে জো রুট-বেইলিসদের!
×