ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিদানই জাহাজের নাবিক ॥ রামোস

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৭

জিদানই জাহাজের নাবিক ॥ রামোস

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই একই বর্ষপঞ্জিকায় পাঁচ পাঁচটি শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে পরাজিত করে ইতিহাসের প্রথম দল হিসেবে বর্তমান ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপে টানা দু’বার চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের এই ইতিহাসের পেছনে জিনেদিন জিদানকেই কৃতিত্ব দিলেন অধিনায়ক সার্জিও রামোস। এ প্রসঙ্গে ফিফা.কমকে দেয়া এক সাক্ষাতকারে সার্জিও রামোস বলেন, ‘আমাদের জন্য এই বছরটা ছিল দুর্দান্ত, বিস্ময়কর। এর পেছনে ঘামও ঝরেছে আমাদের। ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড নিয়েও সতর্ক ছিলাম আমরা। তবে এসবের পেছনে জিদানের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সেই জাহাজের নাবিক। তিনি যখন এখানে আসে আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম। আর তার সঙ্গে প্রথম দিন থেকেই সঠিক পথে হেঁটেছি আমরা। দলের এতসব অর্জনে তার কৃতিত্ব অনেক।’ আটটি শিরোপা জিতে রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সফলতম কোচ এখন জিনেদিন জিদান। তার চেয়ে রিয়ালকে বেশি শিরোপা এনে দিয়েছেন শুধু মিগুয়েল মুনোজ (১৪)। তবে একদিক থেকে অনন্য জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে জিদান কোচ হওয়ার পর গড়ে প্রতি ৮৯ দিনে একটি করে শিরোপা জিতেছে রিয়াল। তবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হারের পরই যেন, উল্টোপিঠ দেখা শুরু করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি কিংবদন্তি। কারণটাও খুব সুস্পষ্ট, তাদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকায় বার্সিলোনার লা লিগা জেতাটা যে প্রায় নিশ্চিত। এই মৌসুমে বড় শিরোপা বলতে কেবল চ্যাম্পিয়ন্স লীগ। আর সেটা জিততে না পারলেই নাকি জিদানকে বরখাস্ত করবে রিয়াল! হ্যাঁ, ইএসপিএন এর বিশ্লেষক এবং সাবেক চেলসির মিডফিল্ডার ক্রেইগ বার্লি ঠিক তেমনটাই মনে করছেন। বার্লি জানান, জিদান যদি রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা না জেতাতে পারে তাহলে ফ্লোরেন্তিনো পেরেজ তাকে স্বাভাবিকভাবেই বরখাস্ত করবে। এ প্রসঙ্গে বার্লি বলেন, ‘স্বাভাবিকভাবেই তারা (রিয়াল) যখন চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১৪ পয়েন্ট পিছিয়ে তখন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো কোচ বরখাস্তের ক্ষেত্রে ততটা ধীর গতির নয়।’ বার্লি এ সময় আরও বলেন, ‘জিদানের এখন উচিত চ্যাম্পিয়ন্স লীগে পুরোপুরো মনোযোগী হওয়া।
×