ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে ২১ শিক্ষার্থী আহত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩১, ২৭ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে শিক্ষকের বেত্রাঘাতে ২১ শিক্ষার্থী আহত ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে শিক্ষকের বেত্রাঘাতে ২১ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুল রহমান একাডেমিতে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কেএম জিয়াউল হক ৩৫ জন এসএসসি পরীক্ষার্থীকে ইংরেজী বিষয়ে কোচিং ক্লাস করাচ্ছিলেন। এ সময় আগেরদিন স্কুলে না আসা ও পড়া না পারায় তিনি শিক্ষার্থীদের জোড়া বেত দিয়ে মারতে শুরু করেন। এতে শিক্ষার্থী মিথিলা আক্তার, মল্লিকা আক্তার ও মারুফ হোসেনসহ কমপক্ষে ২১ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় ছাত্র-জনতা অভিযুক্ত ওই শিক্ষকের ওপর চড়াও হন। অবস্থা বেগতিক দেখে শিক্ষক বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন। বিক্ষুব্ধরা এ সময় প্রায় একঘণ্টা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা ওই শিক্ষকের বিচার দাবিতে মিছিল করে। পরে স্থানীয় চেয়ারম্যান এসে শিক্ষকের উপযুক্ত বিচারের আশ্বাস দিলে জনতা এলাকা ত্যাগ করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন্দ্র চক্রবর্তী জানান, বিষয়টি আগামী শুক্রবার সুরাহা করা হবে। তবে তিনি অবরুদ্ধ ও মিছিলের বিষয়টি অস্বীকার করেন। মধ্যপাড়া ইউপি চেয়াম্যান হাজী আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বুধবার এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযুক্ত শিক্ষক জিয়াউল হক রাতে বলেন, ছাত্র-ছাত্রীরা ক্লাসে পড়া না পারায় তাদের বেত্রাঘাত করে শাসন করেছি। এর বেশি কিছু নয়।
×