ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষার ফল ফাঁস

তদন্তে শিক্ষক, কোচিং সেন্টার জড়িত থাকার প্রমাণ

প্রকাশিত: ০৬:২১, ২৬ ডিসেম্বর ২০১৭

তদন্তে শিক্ষক, কোচিং সেন্টার জড়িত থাকার প্রমাণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সরকারী কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণী ভর্তির ফল প্রকাশের আগেই ফাঁস হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ ফল। জেলা প্রশাসকের স্বাক্ষর করার আগেই ফল ফাঁস হয়ে যাওয়ায় সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর এ স্কুলের পঞ্চম শ্রেণীর ফল রাত সাড়ে ১২টায় প্রকাশ করা হয়। কিন্তু এর আগেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা প্রশাসন তদন্ত শুরু করে। তদন্তে ফল ফাঁসের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে স্কুলের দুই শিক্ষকের নামও। এছাড়া রয়েছে স্কুলের উচ্চমান সহকারী ও কম্পিউটার অপারেটরের যোগসাজশ। পাশাপাশি নগরীর দুটি কোচিং সেন্টারের পরিচালকও জড়িত।
×