ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সহযোগিতা জোরদার করতে হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৪০, ১৭ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ-ভারত সহযোগিতা জোরদার করতে হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আগরতলা সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দক্ষিণ এশীয় অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে বাংলাদেশ-ভারত সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আগরতলার জনগণের সহায়তায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভারতের ভূমিকা দুদেশের সম্পর্ককে এমন বন্ধনে আবদ্ধ করেছে যা কাঁটাতারের বেড়া দিয়ে পৃথক করা যায় না। শনিবার ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায় বক্তব্য রাখেন। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকালে তিনি আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ পরিদর্শনকালে সেখানকার চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী দুদেশের স্বাস্থ্যখাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় হাসপাতালের পরিচালক, অধ্যক্ষসহ উর্ধতন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। শনিবার সকালে মন্ত্রী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেখানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
×