ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ সদস্যের দল ঘোষণা

যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিতে খেলার প্রত্যাশা বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৩৪, ৭ ডিসেম্বর ২০১৭

যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিতে খেলার প্রত্যাশা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর দ্বিতীয়বারের মতো অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। আর সেবারই ছোটদের এ বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পেয়েছিল বাংলাদেশের যুবারা। উঠেছিল কাপপর্বের সেমিফাইনালে। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট তারকা হয়ে ওঠা মেহেদি হাসান মিরাজ সেবার দলকে নেতৃত্ব দিয়ে অভূতপূর্ব সাফল্যটি এনে দিয়েছিলেন। এবার আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। গত বিশ্বকাপের সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। গত বিশ্বকাপ খেলা দলটির অধিনায়ক মিরাজ নেই, দায়িত্বটা কাঁধে চেপেছে সাইফ হাসানের ওপর। বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটার হিসেবে এই দলে অধিনায়ক সাইফ ছাড়া আছেন শুধু ওপেনার পিনাক ঘোষ। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে থাকা ৭ ক্রিকেটারের মধ্যে পেসার আব্দুল হালিমও গত বিশ্বকাপ খেলেছিলেন। এবারও এ দলটিকে নিয়ে সেমিফাইনাল খেলার প্রত্যশা ব্যক্ত করেছেন যুব দলের নির্বাচক এহসানুল হক সিজান। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে দুইবার যুব বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ২০০২ ও ২০১০ সালে দুইবার নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপপর্বই অতিক্রম করতে পারেনি বাংলাদেশের যুবারা। বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ॥ মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ রাকিব, পিনাক ঘোষ, নাঈম শেখ, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন (উইকেটরক্ষক), শাকিল হোসেন (উইকেটরক্ষক), রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ ও টিপু সুলতান। স্ট্যান্ড বাই ॥ সজীব হোসেন, রায়হান রাফসান রহমান, শাখওয়াত হোসেন, সাইদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবদুল হালিম ও মনিরুল ইসলাম।
×