ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় মহিলা রাগবি

প্রকাশিত: ০৪:৩২, ৭ ডিসেম্বর ২০১৭

ওয়ালটন জাতীয় মহিলা রাগবি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী রবিবার থেকে পল্টন মাঠে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা।’ তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। ১২ জেলা দল অংশ নেবে এবারের আসরে। দলগুলো হল ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, হবিগঞ্জ, নড়াইল, বাগেরহাট, বরগুনা, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি পাবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সব খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রখফার সুলতানা খানম (পুলিশের এআইজি, এ্যাডমিন), বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য পারভীন পুতুল, সদস্য দীন ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।
×