
ঢাকার নবাবগঞ্জে ব্রীজ থেকে ইছামতী নদীতে লাফ দিয়ে তানজিদ হোসেন (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যার আগে নবাবগঞ্জ ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে পড়ে ঐ যুবক নিখোঁজ হয়।
নিখোঁজ যুবক তানজিদ হোসেন উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, আজ বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিদ নামের এক যুবক ইছামতি নদীর উপর নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজে রেলিংয়ে বসে ছিল। এক পর্যায়ে সে সেখান থেকে লাফ দিয়ে নদীতে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তাঁরা সেখানে গিয়ে লোকজন দিয়ে খুঁজাখুজি করে। রাত নয়টা পর্যন্ত খুঁজেও তাঁর সন্ধান মিলেনি।
নিখোঁজ তানজিদের চাচা আব্দুল মালেক বলেন, সে কি লাফ দিয়েছে নাকি ব্রিজ থেকে পড়ে গিয়ে ডুবে গেছে তা এখানো নিশ্চিত না। তবে স্থানীয়দের ভাষ্যমতে লাফ দেয়ার কথা জানা গেছে। তাঁর একটি হাত দুর্ঘটনায় আহত। সে কারণে পড়েও যেতে পারে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, স্থানীয় লোক ও জেলে দিয়ে তল্লাশি করেও সন্ধান মিলেনি। আগামীকাল ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে তল্লাশি করা হবে।
রাজু