
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার মাগুরায় পথসভায় বক্তব্য রাখেন
মাগুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃহস্পতিবার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি শহরের সৈয়দ আতর আলী সড়ক, ঢাকা রোডসহ সমগ্র শহর প্রদক্ষিণ শেষে শহরের ভায়নার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বিপুলসংখ্যক এনসিপি নেতা-কর্মীসহ মাগুরাবাসী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ।
তিনি তার ভাষণে বলেন, নতুন করে গড়তে হলে ফাসিস্ট গ্রুপের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং দেশের একটি নতুন সংবিধান প্রয়োজন। আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষের রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও একটি সংবিধানের জন্য কাজ করতে পারছি না, দেশের মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই আপনারা সোচ্চার হন।
আপনার এলাকার উন্নয়ন এলাকার চলমান চঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারির বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় ১০ জন শহীদ হয়েছেন। দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের জন্য আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের একবছর পূর্তি হবে।
আমরা ৩ আগস্টের মধ্যে সেটা কার্যকর দেখতে চাই । সরকার যদি এক বছরের মধ্যেও সেটা দিতে ব্যর্থ হয় এবং সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তবে সারাদেশে আমরা ছাত্র-জনতা নিয়ে আবার মাঠে নামব। ৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকব। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, ত্াসনিম জারা, সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে হয়েছিল নতুন দেশ গড়ার জন্য, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য। তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ গড়ার আহ্বান নিয়ে মাঠে নেমেছিল। তার মাত্র এক বছর জুলাই শহীদ ও আহতদের আমরা সম্মান দেখাতে পারিনি। আমাদের স্বপ্ন ছিল দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়বো। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি। অনেকেই এখন গণঅভ্যুত্থানকে স্বীকার করতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের ছেলেরা চাকরি পাবে। দেশে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস থেকে দেশকে মুক্তি দিতে চাই।
দেশ গড়তে জুলাই পদযাত্রার দশম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরানো বাস টার্মিনাল চত্বরের উন্মুক্ত মঞ্চে এনসিপি নড়াইল জেলা শাখার আয়োজনে এক সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি। তা আদায় করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনেছি নির্বাচন কমিশনরা দিনের ভোট রাতে করেছে। পুলিশ ও সেনাবাহিনীকে সাক্ষী রেখে ভোট কেটেছে। সেই নির্বাচন কমিশনার হুদার অবস্থা কি তা আপনারা জানেন। জুতার মালা গলায় নিয়ে কারাগারে গিয়েছে। আমরা শুনছি শাপলা প্রতীক আমাদের দেওয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কিভাবে এই খবর প্রচার হলো? ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক, মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টি নড়াইল জেলার প্রধান সমন্বয়ক মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্যানেল মজি