ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

তিতাসে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:৪৫, ১০ জুলাই ২০২৫

তিতাসে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত 

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের জীবন চন্দ্র দাস (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের জীবন চন্দ্র দাস (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা কাকিয়াখালি ব্রিজ সংলগ্ন এলাকায় প্রথমে তাকে মারধর করা হয়। পরে পাশের এলাকার বালুয়াকান্দি গ্রামের ফিরোজ মিয়ার পুকুরপাড়ে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। বর্তমানে জীবন চন্দ্র দাস তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত জীবন চন্দ্র দাস মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মৃত দেবা চন্দ্র দাসের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বালুয়াকান্দি গ্রামের মৃত মান্নানের ছেলে আইয়ুব আলী (৩৫), মোস্তাকের ছেলে বোরহানসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ জানান, জীবন চন্দ্র দাস নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করছে বলে খবর পেয়েছি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

 

রাজু

×