ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৫৩, ১০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে শাহজাহান মোল্লা (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতি শাহজাহান মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ বিষয় নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলা সুপার জানান, শাহজাহান মোল্লার নামে দুটি মামলা রয়েছে। একটি হলো নারায়ণগঞ্জ সদর থানার জুয়া আইনের ধারায় আরেকটি হলো সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের মামলা। জুয়া আইনের মামলায় শাহজাহান জামিনে আছেন। বিস্ফোরক আইনের মামলায় তিনি বন্দি রয়েছেন।

তিনি আরো জানান, বুধবার রাত পৌনে ১২টায় শাহজাহানের বুকে ব্যথা উঠে। একই সাথে বমি করছিলেন। এসময় তাৎক্ষনিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শাহজাহানের মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। 

 

রাজু

আরো পড়ুন  

×