ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও বেশি বেতন চান কোহলিরা

প্রকাশিত: ০৫:১২, ৩০ নভেম্বর ২০১৭

আরও বেশি বেতন চান কোহলিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বছরই কোহলিদের বার্ষিক চুক্তিতে পারিশ্রমিকের অঙ্ক দ্বিগুণ করেছে। কিন্তু বোর্ডের আয় বিবেচনায় ভারতীয় অধিনায়ক-খেলোয়াড়দের বেতন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। গত সেপ্টেম্বরে লোভনীয় অঙ্কের টিভি-স্বত্বের চুক্তি করেছে বিসিসিআই। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের বিনিময়ে বিসিসিআইকে ২৫০ কোটি ডলার দেবে স্টার ইন্ডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘খেলোয়াড়রা চায় তাদের বেতন বাড়ানো হোক।’ সতীর্থদের পক্ষ থেকে কোহলি এ দাবি তুলবেন বলে জানিয়েছেন সেই কর্তা। বেতন বাড়ানোর এজেন্ডার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ক্রিকেটারদের ঠাসা সূচী। খেলতে খেলতে ক্লান্ত তারা। ইতোমধ্যে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক কোহলিকে। শুক্রবার এ নিয়ে দিল্লীতে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবেন অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ রবিশাস্ত্রী। উল্লেখ্য, তিনটি গ্রেডে ভাগ করে খেলোয়াড়দের বেতন দিয়ে থাকে বিসিসিআই। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে এক কোটি টাকা পান। ‘বি’ ক্যাটাগরি ৫০ লাখ এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২৫ লাখ টাকা। রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর রাউল স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর নির্বাচিত করা হয়েছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) স্পোর্টস ডিরেক্টর জুয়ান লুইস লারেয়া ডিপ্লোমার সার্টিফিকেট রাউলকে হাতে তুলে দেন। রাউল আগে থেকেই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
×