ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোগীর পেটে ৫ কেজি লোহা!

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ নভেম্বর ২০১৭

রোগীর পেটে ৫ কেজি লোহা!

ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তির পেট থেকে একটি শিকল, ২৬৩টি কয়েন, শেভিং ব্লেড, তারকাঁটা, সুইসহ মোট পাঁচ কিলোগ্রাম লোহার বস্তু বের করেছেন চিকিৎসকরা। বিরল এই অস্ত্রোপচারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রিবা জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মধ্যপ্রদেশের সাটনা জেলার সোহাভাল গ্রামের ৩২ বছর বয়সী যুবক মোহাম্মদ মাকসুদ পেট ব্যথা নিয়ে ১৮ নবেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচারের পর এখন তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালটির চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্ক শর্মা রোববার পিটিআইকে জানিয়েছেন, মাকসুদের পেট ব্যথার কারণ খুঁজতে অন্যান্য কিছু পরীক্ষার পাশাপাশি এক্সরে করানো হয়, তাতেই ব্যথার কারণ শনাক্ত হয়। তিনি জানান, শুক্রবার ছয় চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করে তার পেট থেকে ১০-১২টি শেভিং ব্লেড, চারটি বড় সুই, একটি শিকল, ২৬৩ কয়েন ও কাঁচের টুকরা বের করেন। কাঁচের টুকরাগুলো বাদে অন্যান্য জিনিসগুলোর মোট ওজন পাঁচ কিলোগ্রাম। রবিবার হাসপাতালটিতে আনার আগে সাটনায় ছয়মাস মাকসুদের চিকিৎসা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। রোগীর মানসিক অবস্থা ভাল ছিল না এবং গোপনে তিনি ওইসব জিনিস গিলে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে, বলেন ডাঃ শর্মা। বর্তমানে একদল বিশেষজ্ঞের পর্যবেক্ষণে থাকা মাকসুদ সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন তিনি। -খবর এনডিটিভির।
×