ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে আইনমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ নভেম্বর ২০১৭

পাকিস্তানে আইনমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানের ধর্মীয় কট্টরপন্থীদের চাপের মুখে অবশেষে সোমবার পদত্যাগ করলেন আইনমন্ত্রী জাহিদ হামিদ। দেশটির কর্মকর্তা ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি এ কথা জানিয়েছে। আইনমন্ত্রীর পদত্যাগের পর কট্টরপন্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে। খবর ডন ও এএফপির। আইনমন্ত্রী জাহিদ হামিদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। কট্টরপন্থীদের অবস্থান ধর্মঘটে গত ১৯ দিন ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের সরাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে শনিবার সংঘর্ষ বাধে। এতে ছয়জন নিহত হয়। এ পরিস্থিতিতে শনিবার রাতেই সেনাবাহিনী তলব করা হয়। রবিবার পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি সেনা সদস্যরা। যেজন্য রবিবার বড় ধরনের বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক কয়েকটি দল। সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে ইসলামাবাদ। ধর্মীয় অবমাননার অভিযোগ এবং এর জের ধরে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ। ইসলামাবাদে প্রবেশের প্রধান পথ ফাইজাবাদ মহাসড়কে অবস্থান নেয় ধর্মীয় দল তেহরিক-ই-লাব্বায়িকের সমর্থকেরা। দুই বছর আগে প্রতিষ্ঠিত প্রায় অপরিচিত এই দলের সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি ধর্মীয় দল। শনিবার নিরাপত্তা বাহিনী ধর্মীয় কট্টরপন্থীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
×