ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু-কিশোরদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:১৫, ২৬ নভেম্বর ২০১৭

শিশু-কিশোরদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়া উপজেলার ৫-১১ বছরের শিশু-কিশোরদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনসন এন্ড রিচার্স বাংলাদেশ (সিআইপিআরবি) এর ভাসা প্রকল্পের মাধ্যমে রবিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনসন এন্ড রিচার্স বাংলাদেশের (সিআইপিআরবি) ডেপুটি টিম লীডার অসীম কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মোঃ আলাউদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইপিআরবি’র মনিটরিং কর্মকর্তা তানজিলা লীতু।
×