ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেলা ও দায়রা জজদের সঙ্গে ওয়াহ্্হাব মিঞার মতবিনিময় ৩ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৭

জেলা ও দায়রা জজদের সঙ্গে ওয়াহ্্হাব মিঞার মতবিনিময় ৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্্হাব মিঞা সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় নিয়ে অভিভাষণ দেবেন। বুধবার ৩ ডিসেম্বর সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রীমকোর্ট অডিটোরিয়ামে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধ ান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্্হাব মিঞা মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাকে উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
×