ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যালিয়েনদের কাছে বার্তা পাঠালেন বিজ্ঞানীরা

প্রকাশিত: ০৫:১০, ২২ নভেম্বর ২০১৭

এ্যালিয়েনদের কাছে বার্তা পাঠালেন বিজ্ঞানীরা

পৃথিবীর বাইরের কোন গ্রহের অর্থাৎ ভিনগ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে এ্যালিয়েন। অনেকেই বিশ্বাস করেন, পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে। জীবন ধারণের উপযোগী এমন দুইটি গ্রহের এ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগের আশায় বিজ্ঞানীরা সম্প্রতি বার্তা পাঠিয়েছেন। জিজে ২৭৩ নামক একটি লাল বামন নক্ষত্রের উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছে। এটি লুইটেনের নক্ষত্র নামেও পরিচিত। এই বামন নক্ষত্রটি পৃথিবী থেকে ১২ দশমিক ৩৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। পৃথিবী থেকে পাঠানো সঙ্কেত সেখানে পৌঁছাতে ১২ বছর সময় লাগবে বলে ধারণা করা হয়েছে। এ্যালিয়েনরা যদি বার্তা অর্থাৎ সঙ্কেতে সাড়া দেয়, তাহলে সেই সঙ্কেত ২০৪২ সালে পৃথিবীতে পাওয়া সম্ভব হবে। কিন্তু সবাই এমন পরিকল্পনায় খুশি নয়। অধ্যাপক স্টিফেন হকিংসহ অনেক বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করে আসছেন যে, যদি এ্যালিয়েনরা আমাদের আবিষ্কার করে তাহলে তারা ‘পৃথিবীর জীবনকে’ শেষ করতে পারে। হকিংসসহ কয়েক সমালোচক সতর্ক করেছেন যে, স্পেসে বার্তা প্রেরণ করা ঝুঁকিপূর্ণ, যখন আমরা জানি না এ্যালিয়েনরা কতটা বন্ধুত্বপূর্ণ। এই পদার্থবিজ্ঞানী বিশ্বাস করেন যে, যদি এ্যালিয়েনরা পৃথিবী আবিষ্কার করে তবে তারা আমাদের গ্রহকে জয় করতে চাইবে এবং উপনিবেশ করতে চাইবে। -ডেইলি মেইল
×