ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক হকি তারকা খাজা রহমতউল্লাহর দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৭

সাবেক হকি তারকা খাজা রহমতউল্লাহর দাফন সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রিয় ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায় বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বাহফে সভাপতি এয়ার মার্শাল আবু এসরার, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব নজিব আহমেদ, আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বিসিবি’র পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিসহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আবাহনী ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে খাজা রহমতউল্লাহ’র মরদেহ নারায়ণগঞ্জে নেয়া হয়। সেখানে বাদ আছর ডিআইটি মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। কয়েক হাজার লোক জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাজা রহমতউল্লাহ মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেন তিনি।
×