ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয় বয়সভিত্তিক সাঁতার সমাপ্ত

নতুন জাতীয় রেকর্ড ২১, বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ অক্টোবর ২০১৭

নতুন জাতীয় রেকর্ড ২১, বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ২১টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা মঙ্গলবার ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় তিনদিনে সাঁতারে ১০০ ইভেন্টের মধ্যে ২১ ইভেন্টে ও ডাইভিং প্রতিযোগিতায় তিনটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। প্রতিযোগিতায় বিকেএসপি ৪২ স্বর্ণ, ৪০ রৌপ্য ও ৪২ তাম্রপদক পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ আনসার ২৪ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ২০ তাম্রপদক পেয়ে রানার্স আপ হয়। ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে বিকেএসপির জাহিদুল ইসলাম দুটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট আটটি স্বর্ণপদক এবং মেয়েদের মধ্যে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের জোনায়না আহমেদ আটটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট ১০টি স্বর্ণপদক লাভ করে উভয়েই শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে বিবেচিত হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় দেশের ৩৬ ক্লাবের এক হাজার সাঁতারু অংশগ্রহণ করে।
×