ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে কাশেম ড্রাইসেল

প্রকাশিত: ০৫:০৪, ১৯ অক্টোবর ২০১৭

নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে কাশেম ড্রাইসেল

প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেল নতুন পণ্য উৎপাদনের কাজ শুরু করেছে। কোম্পানিটি ইতোমধ্যে এয়ার ফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিংফোম উৎপাদন করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ইতোমধ্যে কিছু উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করেছে। কোম্পানিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাইপ্রেসার উৎপাদন লাইন স্থাপন করেছে। অতিরিক্তভাবে কোম্পানিটি একটি ফিলিং লাইন স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। এই লাইনের মাধ্যমে কোম্পানিটি এয়ার ফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিংফোম উৎপাদন শুরু করছে। জানা গেছে, কোম্পানিটি আরও একটি নতুন লাইন স্থাপন করেছে ইউএম-১ ভিনিইল জ্যাকেট ব্যাটারি উৎপাদন করতে। এছাড়া কোম্পানিটি আরও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০১৭-১৮ সালের স্বল্প মেয়াদী পরিকল্পনায় রয়েছে খাদ্য ও পানীয় লাইন স্থাপন, সহজ ওপেনার খাদ্য ও পানীয় লাইন স্থাপন ও ব্যাটারি উৎপাদন বাড়ানো। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে ওয়াটা কেমিক্যালের কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের। এমন তথ্যই কোম্পানিটি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। এর কারণ জানতে কোম্পানিটিকে নোটিস পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, গত ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২১.২০ টাকা বা ১৩.১১ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×