ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দায় বাংলাদেশের একার নয় ॥ শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৪:৫৬, ৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের দায় বাংলাদেশের একার নয় ॥ শাহরিয়ার কবির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, বর্মা সেনাবাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে দশ লাখের মতো রোহিঙ্গা জনগণ আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী মানবিক কারণে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের মতো জনবহুল দেশের পক্ষে এই বিপুল সংখ্যক মানুষের দায়িত্ব নেয়া সম্ভব নয়। এটা মানবিক বিপর্যয়। রোহিঙ্গাদের দায় গোটা পৃথিবীর। যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে পাঠানো না যাচ্ছে ততোদিন পৃথিবীর অন্য দেশগুলোকেও রোহিঙ্গাদের ভাগ করে নিতে হবে। তিনি বলেন, ওআইসিকে বলতে হবে, একা এ বোঝা আমরা বইতে পারব না। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সারা বিশ^কে ভাগ করে নিতে হবে। সরকার যদি ওআইসির পাশাপাশি জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করে তাহলে আশা করছি এই সমস্যার সমাধান হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে আয়োজিত ‘বর্মায় গণহত্যা ও সন্ত্রাস : সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহনগরীর সাহেব বাজারে অবস্থিত মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা এবং কাউন্সিল অধিবেশনের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর শাখা স্টুডেন্ট ফ্রন্ট।
×