ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নববধূকে ফেলে বর চম্পট ॥ সাভারে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:২৫, ৪ অক্টোবর ২০১৭

নববধূকে ফেলে বর চম্পট ॥ সাভারে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ অক্টোবর ॥ উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামের আব্দুল লতিফের নাবালিকা কন্যা ও হরিণমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রুমা বেগমের সঙ্গে একই উপজেলার বড় গোছিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে জমির আলীর সঙ্গে রেজিস্ট্রি ছাড়াই মুনশি দিয়ে বিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মান্নান পুলিশ নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে। এ সময় বর জমির আলী তিনটি মাইক্রোবাস নিয়ে নতুন বউকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ইউএনও এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বর নববধূকে ফেলে চম্পট দেয়। সাভারে উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ অক্টোবর ॥ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাড়কের সাভার মডেল থানাধীন আমিনবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ অধিদফতর জানায়, দুপুর থেকে সড়ক ও জনপথ অধিদফতর ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে মহাসড়কের আমিনবাজারের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়। এ সময় মহাসড়ক দখল করে দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান-পাট ও বাড়ি-ঘর ভেঙ্গে ফেলা হয়।
×