ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজ জলে ডুবে যাওয়া বন্ধুর সন্ধান দিল সেলফি

প্রকাশিত: ০০:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নিখোঁজ জলে ডুবে যাওয়া বন্ধুর সন্ধান দিল সেলফি

অনলাইন ডেস্ক ॥ নিখোঁজ বন্ধুর সন্ধান দিল সেলফি। কিন্তু, তত ক্ষণে জলে ডুবে মারা গিয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজের ১৭ বছর বয়সী ওই পড়ুয়া। কী হয়েছিল? ওই কলেজের বন্ধুরা সকলে মিলে পিকনিকে গিয়েছিল। সেখানে একটি পুকুরে স্নান করতে নামে তারা। সেখান থেকে কাছের একটি মন্দিরে গিয়ে হঠাত্ই দেখা যায় এক বন্ধু নেই। খোঁজ শুরু হয়। কিন্তু, কোথাও খুঁজে পাওয়া না-যাওয়ায় শেষে তারা নিজেদের মোবাইলে তোলা ছবি দেখতে থাকে। শেষ কখন ওই বন্ধুকে দেখা গিয়েছিল, তা দেখতে গিয়ে দেখা যায়, পুকুরে স্নান করার সময় তার ছবি রয়েছে। কিন্তু, সেখানে দেখা যায় বিশ্বাস নামে ওই তরুণ জলে ডুবে যাচ্ছে। ওই সেলফিতে বিশ্বাসকে ডুবে যেতে দেখার পর সঙ্গে সঙ্গে সেখানে যায় তারা। কয়েক ঘণ্টা পরে ওই পুকুর থেকেই পুলিশ বিশ্বাসের দেহ উদ্ধার করে। পুলিশকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, কলেজের জনা পঁচিশেক ছাত্র আইটি হাবের বাইরে একটি জায়গায় পিকনিকে যায়। সেখানেই গিয়েই ওই দুর্ঘটনা ঘটে। পড়ুয়াদের অভিভাবকেরা কলেজ চত্বরে প্রতিবাদ জানান। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×