ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৬০০-এর বেশি হামলা: WHO

প্রকাশিত: ০২:০৯, ১০ জুলাই ২০২৫

গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৬০০-এর বেশি হামলা: WHO

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৩ সালে গাজা সংকট শুরু হওয়ার পর থেকে গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ৬০০-এর বেশি হামলা হয়েছে। এই হামলার ফলে গাজার স্বাস্থ্য খাত মারাত্মক সংকটে পড়েছে। তেল ও চিকিৎসাসামগ্রীর তীব্র ঘাটতির মধ্যে গাজার হাসপাতালগুলো দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে।

গাজার ৩৬টি জেনারেল হাসপাতালের মধ্যে মাত্র ১৮টি অংশিকভাবে কার্যকর রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থা। দীর্ঘ সময় ধরে চলমান ইসরায়েলি বোমাবর্ষণ এবং অবরোধের কারণে গাজার হাসপাতালগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বারবার অভিযোগ করেছেন যে, ইসরায়েলি সেনাবাহিনী Hospitals গুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আঘাত করছে। এই হামলার কারণে সাধারণ মানুষ সহ আহতদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং স্বাস্থ্য খাত এখন ‘মোড়কে পড়েছে’ এমন পরিস্থিতির মুখোমুখি।

গাজার স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত সংকট মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং অবরোধ শিথিল করার দাবি তুলেছে WHO। তা না হলে স্বাস্থ্যসেবার অবনতি ও মানবিক বিপর্যয় আরও গভীর হবে বলে সতর্ক করেছে এই সংস্থা।

শেখ ফরিদ

×