ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা ভলিবল দলের প্রশিক্ষণ দ্দরু

প্রকাশিত: ০৬:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় মহিলা ভলিবল দলের প্রশিক্ষণ দ্দরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা এবং ইফাদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় মহিলা ভলিবল দলের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচী সোমবার থেকে ধানম-ির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৮ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন ইফাদ গ্রুপের পরিচালক তাসফীন আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য মোস্তাফা কামাল এবং মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা হামিদা বেগম। প্রশিক্ষণ কর্মসূচীতে ২৫ মহিলা ভলিবল খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ২ দিন বাছাইপর্ব শেষে নির্বাচিত ১৮ খেলোয়াড়কে চূড়ান্তভাবে বাছাই করে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই ১৮ জনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা হারে পকেটমানি দেয়া হবে এবং জাতীয় মহিলা ভলিবল দল দেশের বাইরে কোন টুর্নামেন্ট/প্রশিক্ষণে অংশগ্রহণ করলে প্রতি খেলোয়াড়কে দশ হাজার টাকা হারে পকেটমানি প্রদানসহ আগামী মাস থেকে জাতীয় মহিলা ভলিবল দলের প্রতি খেলোয়াড়কে মাসিক ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইফাদ গ্রুপ। জাতীয় মহিলা ভলিবল দল গঠনকল্পে দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচীর প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন গোলাম রসুল খান মেহেদী, সহকারী প্রশিক্ষক মফিজুল ইসলাম, ট্রেনার আলেয়া খাতুন এবং প্রধান সমন্বয়কারী নিবেদিতা দাস।
×