ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাখাইনে ২৮ হিন্দু নারী ও শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাখাইনে ২৮ হিন্দু নারী ও শিশুর লাশ উদ্ধার

মিয়ানমারের রাখাইনে রবিবার ২৮ হিন্দু গ্রামবাসীর লাশ পাওয়া গেছে বলে দাবি করেছে সেনাবাহিনী। নিহতদের মধ্যে ২০টি নারীর ও বাকি আটটি পুরুষ শিশুর। দেশটির সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া এক শরণার্থী মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের এক নেতার সঙ্গে যোগাযোগ করার পর রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় গ্রাম ইয়ে বাও কিয়ার কাছে তল্লাশি চালানো হয়। ওই শরণার্থী জানান, ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রায় ৩০০ জঙ্গী অন্তত ১০০ জনকে ধরে গ্রামের বাইরে নিয়ে হত্যা করেছে। খবর এনডিটিভি ও দ্য গার্ডিয়ানের। তবে এ ধরনের কোন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এআরএসএ। তাদের দাবি, তারা বেসামরিক লোকের ওপর কোন হামলা চালায় না এবং কোন হিন্দুকেও হত্যাও করেনি। অপরদিকে মিয়ানমার সরকার বলেছে, ‘তারা গ্রামের আট নারীকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে তাদের বাংলাদেশে নিয়ে গেছে।’ নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সাংবাদিকসহ মানবাধিকার কর্মী ও ত্রাণকর্মীদের প্রবেশ নিয়ন্ত্রিত এবং এ কারণে ওই এলাকায় সংঘটিত বলে মিয়ানমার সরকারের দাবি করা ঘটনাটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এআরএসএর এক মুখপাত্র বলেছেন, তার বিশ্বাস বৌদ্ধ জাতীয়তাবাদীরা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে এবং এ কারণেই এআরএসএর জঙ্গীরা গ্রামবাসীদের হত্যা করেছে বলে ‘মিথ্যা’ কাহিনী ছড়াচ্ছে।
×