ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যান প্যাসিফিক ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা

জয় দিয়ে শুরু কারবারের

প্রকাশিত: ০৪:২৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

জয় দিয়ে শুরু কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে প্যান প্যাসিফিক ওপেনের যাত্রা শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার। সোমবার টুর্নামেন্টের সপ্তম বাছাই কারবার ৬-৩ এবং ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেছেন জাপানের নাওমি ওসাকাকে। সেইসঙ্গে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে এই জাপানী খেলোয়াড়ের কাছে সরাসরি সেটে হেরেই যে ছিটকে গিয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। টোকিওর এই টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শুরু করতে পেরে দারুণ রোমাঞ্চিত এ্যাঞ্জেলিক কারবার। এ প্রসঙ্গে ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে স্টেফি গ্রাফের এই উত্তরসূরি নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এখানে ফেরাটা আমার কাছে সত্যিই খুব আনন্দের। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে আমি সবসময়ই ফিরতে চাই। জাপানের সমর্থকদের সামনে খেলার জন্য আমি সবসময়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি।’ গত মৌসুমটা দুর্দান্ত কেটেছিল এ্যাঞ্জেলিক কারবারের। মেজর দুই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। শুরুটা করেছিলেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর ইউএস ওপেন জিতে মৌসুমের ইতি টানেন তিনি। শুধু দুটি গ্র্যান্ডসøামই নয় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নেন জার্মান টেনিসের প্রতিভাবান এই তারকা। তবে চলতি মৌসুমেই নিষ্প্রভ কারবার। কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয় তো দূরের কথা ফাইনালেই খেলতে পারেননি তিনি। এছাড়া কোন ডব্লিউটিএ টুর্নামেন্টও জয়ের স্বাদ পাননি এ্যাঞ্জেলিক কারবার। সদ্যসমাপ্ত ইউএস ওপেনেও বাজে সময় কাটে তার। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোর্টে নামলেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন এ্যাঞ্জেলিক কারবার। টোকিও ওপেনে এবার সেই প্রতিপক্ষকেই পেলেন তিনি। প্রথম রাউন্ড থেকে বিদায়ের প্রতিশোধটাও নিয়ে নিলেন দারুণভাবে। সরাসরি সেটে নাওমি ওসাকাকে পরাজিত করে প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন তিনি। তবে ওসাকাকে হারানোটা যে মোটেই সহজ ছিল না সেটাও স্বীকার করেছেন কারবার। এ প্রসঙ্গে দুটি গ্র্যান্ডসøামের মালিক এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘তার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। তবে এখানে এসে খেলার জন্য আমি সত্যিই খুব উন্মুখ হয়েছিলাম। আর কোর্টে নেমে প্রতিটি সিঙ্গেল পয়েন্টের জন্যই লড়াই করেছি। চেষ্টা করেছি এবার গত মৌসুমের চেয়েও আরও ভাল কিছু করার। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, সে অনেক বড় মাপের খেলোয়াড়, তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই। প্রতিপক্ষ হিসেবেও সে অনেক শক্তিশালী। এটা নিশ্চিত করেই বলা যায় যে, ভবিষ্যতে সে আরও অনেক ভাল কিছু করে দেখাবে।’ এ্যাঞ্জেলিক কারবারকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলেছিলেন। যে কারণেই নিজেদের মাঠে এবার তার প্রতি স্বাগতিক সমর্থকদের প্রত্যাশা ছিল একটু বেশি। কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়ে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন তিনি। তবে দুর্দান্ত জয়ে প্রথম রাউন্ডের মিশন শুরু করেছেন তারই স্বদেশী কুরুমি নারা। নাওমি ওসাকার হারের দিনে কুরুমি নারা ২-৬, ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে। জয় দিয়ে প্যান প্যাসিফিক ওপেনের যাত্রা করায় আত্মবিশ্বাস বেড়ে গেছে নারার। এ বিষয়ে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা এই জাপানী তারকা বলেন, ‘এই ম্যাচটা আমাকে দারুণভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে। আমিও প্রতিপক্ষকে হারাতে পারি। আশা করি এই ম্যাচ জয়ের অনুপ্রেরণা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে পারব।’ এই টুর্নামেন্টে খেলার কথা ছিল পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার। কিন্তু ভাইরাসজনিত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সোমবার আয়োজক কর্তৃপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
×