ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জলবায়ু চুক্তি বাস্তবায়নে কানাডায় আজ ৩০ দেশের মন্ত্রীদের বৈঠক

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

জলবায়ু চুক্তি বাস্তবায়নে কানাডায় আজ ৩০ দেশের মন্ত্রীদের বৈঠক

কানাডা, চীন ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে সাড়া দিয়ে প্যারিস জলবায়ু চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৩০টি দেশের পরিবেশ মন্ত্রীরা আজ কানাডার মন্ট্রিয়লে এক বৈঠকে মিলিত হবেন। এএফপি। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে দেশটির নাম প্রত্যাহার করে নেয়ার পর এই চুক্তির বাস্তবায়ন একটি বড় ধরনের ধাক্কা যায়। কিন্তু ট্রাম্প এই জলবায়ু চুক্তি থেকে সরে আসায় বিদেশে তিনি অনেকটা একঘরে হয়ে পড়েন এবং দেশেও দারুণ সমালোচনার সম্মুখীন হন। তার কয়েকজন উপদেষ্টা এসব অপরিনামদর্শী সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন। জলবায়ুর বিরূপ প্রভাবের ফলশ্রুতিতে গত এক মাসে দুটি ঘূর্ণিঝড় (হার্ভে ও ইরমা) যুক্তরাষ্ট্রে আঘাত হানে। এসবের প্রেক্ষিতে জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তা আবার নতুন করে সবার সামনে চলে এসেছে। বিশ্ব জলবায়ু চুক্তিতে সংশ্লিষ্ট থাকলে এর তহবিলে যুক্তরাষ্ট্রকে একটা মোটা অঙ্কের চাঁদা ও কার্বন নিঃসরণ বন্ধে অন্যান্য বাধ্যবাধকতা মেনে চলতে হবে, তাই ট্রাম্প এই চুক্তি থেকে নিজ দেশকে সরিয়ে আনেন।
×