ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন প্রকল্পের উপযোগিতা যাচাইয়ের তাগিদ পরিকল্পনামন্ত্রীর

প্রকাশিত: ০৮:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৭

উন্নয়ন প্রকল্পের উপযোগিতা যাচাইয়ের তাগিদ পরিকল্পনামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ সরকারের ব্যবস্থাপনায় উন্নয়ন প্রকল্প গ্রহণের আগেই এর উপযোগিতা যাচাই করার তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, প্রকল্প থেকে কত মানুষ উপকার পাবেন তা আগেই যাচাই করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রকল্পের কার্যকারিতাও যাচাই করতে হবে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় শেষ হওয়া ২২ উন্নয়ন প্রকল্পের মূল্যায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। আইএমইডি সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রী বলেন, সরকারের প্রথম দায়বদ্ধতা সবাইকে মানসম্মত সেবা দেয়া। দেশের মানুষকে শান্তিতে রাখতে হবে। পরিকল্পিত কাজের মাধ্যমে উন্নয়ন করতে হবে। প্রকল্প প্রস্তাবের আগে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে। ডেমু ট্রেন কেনা সংক্রান্ত একটি প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০০ কিলোমিটার গতিতে এ ট্রেন চলার সুযোগ নেই আমাদের। এখানকার রেললাইন খুবই পুরাতন। লাইনে ইঁদুরের গর্ত রয়েছে। ডেমু ট্রেনে টয়লেট নেই। স্টেশনে ট্রেন রেখে সবাইকে নামিয়ে টয়লেটের কাজ সেরে নেয়া সভ্য জগতের কাজ নয়। এ সব প্রকল্প প্রণয়নের জন্য সমন্বিত নীতিমালা দরকার। একই ধরনের প্রকল্প নেয়ার আগে শেষ হওয়া প্রকল্পের মূল্যায়ন থেকে অভিজ্ঞতা কাজে লাগানোরও পরামর্শ দেন মন্ত্রী।
×