ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৮ বিশ্বকাপ, রাশিয়ান হ্যাকারদের নিয়ে ইংলিশ ফুটবলে ভীতি!

আজ থেকে টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ০৬:৫০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

আজ থেকে টিকেট বিক্রি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালের জুনেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তার আগে প্রায় ৯ মাস বাকি থাকতেই টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ বৃহস্পতিবার থেকেই অনলাইনে পাওয়া যাবে রাশিয়া বিশ্বকাপের টিকেট। ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকেটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকেট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে। সবধরনের দর্শকরা যাতে টিকেট ক্রয়ের সুযোগ পান সেই ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি ফিফার। সংস্থার ওয়েবসাইটে এই টিকেট কাটতে পারবেন ফুটবলপ্রেমীরা। টিকেট বিক্রির ঘোষণার সঙ্গে সঙ্গে এর দাম সম্পর্কেও ধারণা দিয়েছে ফিফা। চারটি ক্যাটাগরিতে টিকেট বিক্রি হবে। রাশিয়ার স্থানীয় দর্শকদের জন্য সর্বনিম্ন ২৩ ডলার মূল্যে টিকেট পাওয়া যাবে। আর বাইরের দর্শকদের জন্য সর্বনিম্ন টিকেটের দাম ১০৫ ডলার। এছাড়া উদ্বোধনী ম্যাচ, গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য আলাদা মূল্যের টিকেট ছাড়া হবে। ফাইনালে ক্যাটাগরি-১’র টিকেটের সর্বোচ্চ দাম ১০৯৯.১ ডলার। সর্বনিম্ন ক্যাটাগরি- ৩’র টিকেট পাওয়া যাবে ৪৫৫ ডলারে। আর স্থানীয় রাশিয়ানরা ক্যাটাগরি-৪’র টিকেট কিনতে পারবেন ১২২ ডলারে। আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এদিকে হ্যাকিংয়ের ব্যাপারে রাশিয়ার বেশ নাম ডাক আছে সারাবিশ্বেই। হ্যাকিংয়ে মাধ্যমে যা ইচ্ছে তা করে ফেলছেন হ্যাকাররা, তাই তাদের কার্যকলাপ নিয়ে বেশ শঙ্কিত সাধারণ মানুষ। জাতীয় জুনিয়র টিটি শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ বাংলা এগ্রিকালচার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা আজ বৃহস্পতিবার থেকে পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর টেবিল টেনিস জিমনেসিয়ামের উডেন ফ্লোরে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এছাড়াও সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বিশেষ অতিথি থাকবেন।
×