ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা বিসিবির

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা বিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বন্যাপীড়িত মানুষের দুঃখ-দুর্দশায় সহমর্মিতা আগেই দেখিয়েছে বিসিবি। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সেই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল। গত ২৮ আগস্ট ওই অনুষ্ঠানের জন্য বরাদ্দ ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা জমা দেয় সংস্থাটি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম, বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস, আফজালুর রহমান সিনহা, লোকমান হোসেন ভূঁইয়া ও খালেদ মাহমুদ সুজন। এই উদ্যোগের প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘দেশের বন্যাপীড়িত মানুষের দুঃখ-দুর্দশায় সহমর্মী বিসিবি আগেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ওই অনুষ্ঠানের জন্য বরাদ্দ ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।’ কিছুদিন আগে সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন নাজমুল হাসানসহ বিসিবির শীর্ষ কর্মকর্তারা। আরেক ধাপ এগিয়ে মহৎ কাজটি করল বিসিবি।
×