ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনায় আহত এ্যাথলেট জহির

প্রকাশিত: ০৫:৩৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

দুর্ঘটনায় আহত এ্যাথলেট জহির

স্পোর্টস রিপোর্টার ॥ অন্ধত্ববরণের আশঙ্কায় আছেন এ্যাথলেট জহির রায়হান। গত রবিবার চাচাতো ভাইয়ের সঙ্গে মটর সাইকেলে ঘুরতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েন বিকেএসপির ছাত্র জহির। শেরপুর-জামালপুর সড়কের জামালপুর ব্রিজে একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে জহির লাফ দিয়ে ব্রিজের পাশে পড়ে গিয়ে ডান চোখে আঘাত পান। এই চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, জহিরকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। চোখে অপারেশন করতে হতে পারে। উল্লেখ্য, যুব (অনুর্ধ-১৮) বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ের সেমিতে উঠে আলোড়ন সৃষ্টি করেছিলেন জহির। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন আঘাতপ্রাপ্ত চোখ দ্রুত ভাল হয়ে যায়। সাবা বাস্কেটবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে চলমান সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশন (সাবা) অনুর্ধ-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছে ১০৭-৫২ পয়েন্টে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের তৃতীয় জয়। এর আগে তারা ভুটানকে ১১৭-৪৩ ও নেপালকে ৬৮-৫৬ পয়েন্টে হারায়। তবে ভারতের কাছে হেরে যায় ৮৩-৬৪ পয়েন্টে।
×