ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কার্তিকের ভুলে টস জিতলেন কোহলি!

প্রকাশিত: ০৫:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৭

কার্তিকের ভুলে টস জিতলেন কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা-ভারত একমাত্র টি২০ ম্যাচে টস নিয়ে অনাহুত এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন দীনেশ কার্তিক। মাঠে স্টাফের সঙ্গে ছিলেন অফিসিয়াল প্রেজেন্টার ও সাবেক ক্রিকেটার কার্তিক, ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট এবং টস রিপ্রেজেন্টেটিভ গৌতম। লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা টসের কয়েন তুললে ‘হেড’ কল করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ রেফারি পাইক্রফট জানান ‘টেল’ পড়েছে। শ্রীলঙ্কা অধিনায়কের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিতও করেন তিনি। কিন্তু কোহলিকে বিজয়ী ঘোষণা করেন মুরালি কার্তিক। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন ধরে কোহলির থেকে তার সিদ্ধান্তের কথাও জেনে নেন। পরে স্বাগতিক অধিনায়ক থারাঙ্গার সিদ্ধান্ত জানতে চাইলে বলেন, টস জিতলে তিনিও ভারতের মতো ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। টসের ভিডিও ফুটেজে দেখা যায় পাইক্রফট কার্তিকের ভুল বুঝতে পেরে বাধা দিতে যাচ্ছিলেন। কিন্তু কে শোনে কার কথা। এরপর অবস্থা বেগতিক দেখে তিনি আর আগে বাড়াননি। কার্তিকের সমালোচনাও থেমে নেই। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সাত উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে চার বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। টেস্ট-ওয়ানডে-টি২০ তিন ভার্সনে নিরঙ্কুশ সাফল্য নিয়ে সফর শেষ করে কোহলিবাহিনী।
×