ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বারডেম হাসপাতালের আইসিইউতে দ্বিজেন শর্মা

প্রকাশিত: ০৭:৩২, ৩১ আগস্ট ২০১৭

বারডেম হাসপাতালের আইসিইউতে দ্বিজেন শর্মা

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিসর্গসখা দ্বিজেন শর্মা। প্রকৃতিপুত্র নামে খ্যাত এই প্রকৃতিবিদ বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন। দ্বিজেন শর্মার সহধর্মিণী ড. দেবী শর্মার বরাত দিয়ে প্রকৃতিবিদ মোকাররম হোসেন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে দ্বিজেন শর্মাকে ১৮ আগস্ট বারডেম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে গত ২৩ জুলাই বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ১০ আগস্ট অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে এই নিসর্গবিদ ও লেখককে আইসিইউতে নেওয়া হয়। জুলাই তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়েছিল তার। ৮৮ বছর বয়স্ক দ্বিজেন শর্মা বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুস সংক্রমণের জটিলতায় ভুগছেন। মোকাররম হোসেন বলেন, তাঁর চিকিৎসার জন্য বুধবার একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাতে, পায়ে এখনও পানি জমে আছে, তাই ডায়ালাইসিস চলছে। ডাক্তাররা এখনও তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দ্বিজেন শর্মার জ্ঞান রয়েছে। সবাইকে চিনতেও পারছেন। তবে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না এখনই। প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বডলেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
×