ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসির সংলাপ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৩ ও জাগপার ১৪ দফা প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ আগস্ট ২০১৭

ইসির সংলাপ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৩ ও জাগপার ১৪ দফা প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ইসিকে নির্বাচনের সময় রাজনৈতিক দলের সমঝোতায় তদারকি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সেই সঙ্গে নির্বাচনে ইভিএমের ব্যবহার না করা এবং ‘না’ ভোটের বিধান চালুর পক্ষে মত দিয়েছে দলটি। অপরদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র পক্ষ থেকে নির্বাচনে সহায়ক সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বুধবার ইসির সঙ্গে পৃথক আলোচনায় দল দুটির পক্ষ থেকে এসব প্রস্তাব দেয়া হয়। আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইসির সময়সূচী অনুযায়ী বেলা ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসে ইসি। দলের পক্ষ থেকে মোট ২৩ দফার সুপারিশমালা তুলে ধরা হয়। এদিকে বিকেল ৩টায় শুরু হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সঙ্গে সংলাপ। সংলাপে দলটির পক্ষ থেকে আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সহায়ক সরকারসহ ১৪ দফা প্রস্তাব দেয়া হয়েছে। সংলাপ শেষে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, সংলাপের আগে তার বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক হয়েছে।
×