ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশ্নোত্তর বুথ

প্রকাশিত: ০৫:১১, ৩০ আগস্ট ২০১৭

প্রশ্নোত্তর বুথ

মিসরের কায়রোর মেট্রোয় বিশ্বে প্রথম ইসলাম সম্পর্কে প্রশ্নোত্তর বুথ বা ইসলামিক অনুশাসন কেন্দ্র চালু করা হয়েছে। এর উদ্দেশ্যে জনগণের কাছে বিনামূল্যে ইসলামী বিধিবিধান বা অনুশাসন পৌঁছে দেয়া। মিসরের সুন্নি মুসলিম কর্তৃপক্ষ আল-আজহারের তত্ত্বাবধানে এসব বুথ স্থাপন করছে। শুরুতে প্রতিটি সাবওয়ে স্টেশনে একটি করে বুথ বসানো হবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব বুথে সেবা পাওয়া যাবে। -বিবিসি নরখাদকের ভয়ে নরখাদকের ভয় এখন তাড়িয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার কাওয়া জুলু নাটাল প্রদেশের শ্যামইয়া গ্রামে। গত জুলাইয়ে গ্রামের বাসিন্দা জানিলি নিখোঁজ হয়। পরিবারের ধারণা সে নরখাদকদের পাল্লায় পড়েছে। নরখাদকের এ ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নরখাদক হিসেবে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে সোমবার আদালতে হাজির করানো হয়েছে যাদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র ও মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ রাখার অভিযোগ আনা হয়। -বিবিসি
×