ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে আর্জেন্টিনায় মেসি

প্রকাশিত: ০০:১৬, ২৯ আগস্ট ২০১৭

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে আর্জেন্টিনায় মেসি

অনলাইন ডেস্ক ॥ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। দেশে ফিরে সতীর্থ সার্জিও আগুয়েরো, ডি মারিয়া ও পাওলো দিবালাদের সঙ্গে অনুশীলনে নেমেছেন বার্সেলোনা সুপারস্টার। রাশিয়া বিশ্বকাপে জায়গা পেতে হলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকতে হবে আর্জেন্টিনাকে। তবে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে এখনও টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন মেসি-আগুয়েরোরা। সব মিলিয়ে বাছাইপর্বে তাদের আরও ম্যাচ বাকি রয়েছে মোট চারটি। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচকে সামনে রেখে শিষ্যদের নিয়ে অনুশীলন পর্ব শুরু করেছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আজ বুয়েন্স অ্যাইরেসে অনুশীলনে নেমেছে আর্জেন্টিনা দল। আগামী বৃহস্পতিবার মন্টেভিডিওতে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে এর পাঁচদিন পর ঘরের মাঠে ভেনেজুয়েলাকে স্বাগত জানাবে মেসি-ডি মারিয়া-দিবালারা। লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। এছাড়া সমান ম্যাচ ব্যবধানে ২৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তৃতীয় ও সমান পয়েন্টে চিলি চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা।
×