ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরানো হলো লেনিনের ভাস্কর্য

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৭

সরানো হলো লেনিনের ভাস্কর্য

ইউক্রেন থেকে সরিয়ে ফেলা হলো লেলিনের এক হাজার ৩২০টি ভাস্কর্য। প্রতিটি শহর-গ্রাম সব জায়গা থেকে সরানো হয়েছে। শুধু ভাস্কর্য সরানোই নয়, লেনিনের নামে যেসব রাস্তার নামকরণ করা হয়েছে সেগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। এমনই এক রাস্তা রয়েছে পশ্চিম ইউক্রেনে। তার নাম লেনিন স্ট্রিট। এ রাস্তার নাম পাল্টে এখন হয়েছে লেনন স্ট্রিট। যদিও পূর্ব ইউক্রেনে রাশিয়ার আধিপত্য এখনও রয়েছে। -জি নিউজ আংটি খুঁজে দিল গুগল! যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের জিম ওয়ার্থ নিজের বিয়ের আংটি হারিয়ে ফেলেছিলেন ৪৭ বছর আগে। গুগল তা খুঁজে দিয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে আংটিটি খুঁজে মালিকের কাছে ফিরিয়ে দেয়। ১৯৭০ সালে আংটিটি ম্যাসাচুসেটসের কেম গড় সমুদ্র সৈকতে হারিয়ে যায়। এটি ছিল ১৯৬৯ সালের এক ‘ক্লাস রিং’। ক্লাস রিং স্মৃতিরক্ষার্থে আঙ্গুলে পরা হয়। -সান
×