ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে নকল ওষুধ উদ্ধার ॥ গ্রেফতার এক

প্রকাশিত: ০৬:১৩, ২৬ আগস্ট ২০১৭

কেরানীগঞ্জে নকল ওষুধ উদ্ধার ॥ গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ আগস্ট ॥ শুক্রবার সকালে শাক্তা ইউনিয়নের পুরাতন বাড়ালিয়া এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ মনির নামে এক ব্যক্তিকে (২৭) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানান, শাক্তা ইউনিয়নের পুরাতন বাড়ালিয়া এলাকায় জনৈক নুরুল হকের পঞ্চম তলা বিল্ডিংয়ের নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কয়েক যুবক নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছে-এমন খবর ছিল তাদের কাছে। সিরাজদিখানে ৩শ’ টেঁটা উদ্ধার ॥গ্রেফতার ২২ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ৩শ’ টেঁটাসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার ১৪ ইউনিয়নে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, জেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ টেঁটা উদ্ধার করা হয়েছে। এগুলো মাছ শিকারের জন্য ব্যবহার হলেও এলাকায় বিবদমান দু’পক্ষের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এ অভিযানে তিন ব্যক্তির কাছ থেকে ৩৩ ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
×