ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণসঙ্গীত শিল্পী রবীন দে’র মৃত্যুতে খেলাঘরের শোক

প্রকাশিত: ০৪:২২, ২৬ আগস্ট ২০১৭

গণসঙ্গীত শিল্পী রবীন দে’র মৃত্যুতে খেলাঘরের শোক

সংস্কৃতি ডেস্ক ॥ খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি বিশিষ্ট শিশু সংগঠক, গণসঙ্গীত শিল্পী রবীন দে গত ২৩ আগস্ট রাত সাড়ে ১২টায় চট্টগ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি খেলাঘর চট্টগ্রাম মহানগর পরিচালিত শৈশবের প্রধান প্রশিক্ষক ছিলেন। তিনি উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। এক বিবৃতিতে খেলাঘর নেতারা বলেন, রবীন দে’র মৃত্যুতে খেলাঘর আন্দোলন তথা সাংস্কৃতিক আন্দোলনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। আজ সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় খেলাঘর আসর, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি এবং শৈশব এর পক্ষ থেকে রবীন দে কে শেষ শ্রদ্ধা জানায়।
×