ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা বর্ষসেরা এ্যাওয়ার্ড ঘোষণা আজ রাতে, হবে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ আগস্ট ২০১৭

উয়েফা বর্ষসেরা এ্যাওয়ার্ড ঘোষণা আজ রাতে, হবে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি সেরার মুকুট উঠতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথায়। আরেকবার তিনি হয়ে যেতে পারেন উয়েফার বর্ষসেরা ফুটবলার। কেননা আজ রাতেই মোনাকোর গ্রিমালডি ফোরামে ঘোষণা করা হবে ২০১৬-১৭ মৌসুমের ইউরোপের সেরা ফুটবলারের নাম। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হবে। গতবার সুইজারল্যান্ডের নিয়নে ড্র অনুষ্ঠিত হলেও এবারের ড্র অনুষ্ঠানের ভেন্যু মোনাকো। ড্র অনুষ্ঠানে বেশ কয়েকটি এ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করবে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এ্যাওয়ার্ডগুলো হলোÑ উয়েফার বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ), উয়েফার বর্ষসেরা খেলোয়াড় (নারী), বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা ডিফেন্ডার ও বর্ষসেরা ফরোয়ার্ড। একইদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এর আগে বর্ষসেরা ফুটবলার নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ করে উয়েফা। সেরা তিনে জায়গা করে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জিয়ানলুইজি বুফন ও লিওনেল মেসি। এ তিনজনের মধ্য থেকেই বিজয়ীকে বেছে নেয়া হবে। মেসি ও রোনাল্ডো দু’জনই এর আগে দুইবার করে এই এ্যাওয়ার্ড জিতেছেন। মেসি ২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুম এবং রোনাল্ডো ২০১৩-১৪ ও গত মৌসুমে এ এ্যাওয়ার্ড জয় করেন। এবারও এই এ্যাওয়ার্ড জয়ের দৌড়ে এগিয়ে থাকছেন রোনাল্ডো। কেননা গত মৌসুমে তিনি রিয়ালের হয়ে জিতেছেন রেকর্ড চ্যাম্পিয়ন্স লীগ। পারফর্মেন্সেও বাকি দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে ছিলেন। পাশাপাশি জিতেছেন স্প্যানিশ লা লিগার ট্রফি। আর চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমের লড়াই শুরু হবে আগামী সেপ্টেম্বরে। তার আগেই গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে। ইউরোপের সর্বোচ্চ আসরে যথারীতি ৩২টি দল অংশ নেবে। কে কোন্ গ্রুপে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তা জানা যাবে আজকের ড্র’র পর। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ। নতুন ফরমেটে প্রথম দল হিসেবে ব্যাক-টু-ব্যাক টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়ে জিনেদিন জিদানের দল। এবার স্প্যানিশ জায়ান্টরা হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন বুনছে।
×