ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে মারপিট

সাত পুলিশ-আনসার সদস্যের নামে মামলা

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ আগস্ট ২০১৭

সাত পুলিশ-আনসার সদস্যের নামে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার বসুন্দিয়া ক্যাম্পের এসআই ফজর আলীসহ ৭ পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। প্রতিবেশী এক ব্যবসায়ী মারপিট ও চাঁদা দাবির অভিযোগে মামলাটি করেন। মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সদর উপজেলার গাইদগাছি গ্রামের মুক্তিযোদ্ধা ওহাব মুন্সির ছেলে পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ এ মামলা করেন। আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আসামিরা হলেন- বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই ফজর আলী, এএসআই ওবাইদুর রহমান, কনস্টেবল আলমগীর, লুৎফর রহমান, রফিকুল ইসলাম ও আনসার নায়েক নুর নবী ও সিপাহী রুহুল আমিন। মামলার অভিযোগে জানা গেছে, পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ যশোর সদর উপজেলার গাইগাছি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। একই বাসার অপর ফ্লাটে ভাড়া থাকতেন এসআই ফজর আলী। তিনি প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরে বিকট শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে ও ডাকাডাকি করে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলতেন। এতে প্রতিবেশীদের ঘুমের বিঘœ ঘটে। বিষয়টি বিটু আহমেদ বাড়ির মালিককে জানান।
×