ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইছামতি উদ্ধারে নৌর‌্যালি

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ আগস্ট ২০১৭

ইছামতি উদ্ধারে নৌর‌্যালি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ আগস্ট ॥ জেলা প্রশাসনের আয়োজনে ইছামতি নদী উদ্ধার আন্দোলনে মঙ্গলবার নৌর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মুকুল, সমাজসেবক মোস্তাক আহমেদ সুইট, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম। তিন দিনব্যাপী বইমেলা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর ভূঁইয়ারবাগ এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যানিকেতন হাইস্কুলে ‘কৈশোর তারুণ্যে বই’- আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ ‘কৈশোর তারুণ্যে বই’ এর আহ্বায়ক, তুষার আবদুল্লাহ, ফরিদ আহমেদ, জেলা পুলিশ সুপার মঈনুল হক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম। তিন দিনব্যাপী এ বইমেলা আগামী ২৪ আগস্ট সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
×