ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সচিব শাহ কামাল খো খো ফেডারেশনের নতুন সভাপতি

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ আগস্ট ২০১৭

সচিব শাহ কামাল খো খো ফেডারেশনের নতুন সভাপতি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি মনোনীত করেছেন। তিনি সাবেক সচিব শফিক আলম মেহেদীর স্থলাভিষিক্ত হবেন। নবনিযুক্ত সভাপতি শাহ কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খো খো ফেডারেশনের নির্বাহী কমিটি। খো খো ফেডারেশন আশা করে খো খো’র নতুন সভাপতির নেতৃত্বে আগামী দিনে এর প্রসার ও আন্তর্জাতিক ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে। র্হুরে মিনি স্কুল হ্যান্ডবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মঙ্গলবার থেকে ‘র্হুরে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৭- পাওয়ার্ড বাই প্রাণ বাবল গাম’র উদ্বোধনী অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আদিল খান (হেড অব ইভেন্ট, প্রাণ আরএফএল গ্রুপ)। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরী প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় বালক বিভাগে সানিডেল, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, মডেল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয় এবং হিড ইন্টারন্যাশনাল; বালিকা বিভাগে বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি স্কুল, হিড ইন্টারন্যাশনাল, স্কলাস্টিকা (উত্তরা), গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল এবং মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। কানেক্টিকাট ওপেনে কেভিতোভার হার স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনের আগে শেষ প্রস্তুতি। কানেক্টিকাট হার্ডকোট টেনিস টুর্নামেন্টে নেমেছেন বেশ কয়েকজন তারকা শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে। কিন্তু চেক প্রজাতন্ত্রের তরুণী পেত্রা কেভিতোভার সেই প্রস্তুতিটা সুখকর হলো না। শেষ ষোলোর আগেই নিউহ্যাভেন থেকে বিদায় নিয়েছেন তিনি। এছাড়া হাঙ্গেরির টিমিয়া বাবোস হারিয়ে দিয়েছেন ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে। তবে কানাডার সুন্দরী ইউজেনি বাউচার্ড হয়েছেন সফল। ১৯১৮ সালের পর এদিনই আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রে। সেদিনই কানেক্টিকাট ওপেনে বিপর্যস্ত হলেন কেভিতোভা। ২০১৩ সালের পর এবারই প্রথম এ টুর্নামেন্টে এসেছিলেন ভাল একটা স্মৃতি নিয়ে ইউএস ওপেনে নামার ইচ্ছায়। কিন্তু সেই ইচ্ছাতে গুড়েবালি। কেভিতোভা চীনের তারকা শুয়াই ঝ্যাংয়ের কাছে পরাস্ত হয়েছেন। তৃতীয় বাছাই কেভিতোভা অসহায়ভাবে ৬-২, ৬-১ সেটে হেরে যান ২৯ নম্বর র‌্যাঙ্কিংধারী ঝ্যাংয়ের কাছে।
×