ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুশীলনই এখন বড় প্রস্তুতি দু’দলের

প্রকাশিত: ০৫:৫০, ২২ আগস্ট ২০১৭

অনুশীলনই এখন বড় প্রস্তুতি দু’দলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজে একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। কিন্তু বৃষ্টির কারণে খেলার অনুপযুক্ত থাকায় শেষ পর্যন্ত আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও দু’দিনের এ প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না। সোমবার ফতুল্লা পরিদর্শন শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়ক না খেলার সিদ্ধান্ত জানান। অবশ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপির মাঠও দেখিয়েছিল। কিন্তু সেখানেও খেলতে রাজি হয়নি অসিরা। এর চেয়ে মিরপুর জাতীয় একাডেমি মাঠে দু’দিন অনুশীলন করাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে সফরকারীরা। তাই দুই দলেরই এখন ২৭ আগস্ট প্রথম টেস্টের আগে অন্যতম প্রস্তুতি সীমাবদ্ধ থাকছে অনুশীলনেই। গত ১৮ আগস্ট রাতে বাংলাদেশের মাটিতে পা রাখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পরদিন থেকেই মিরপুর একাডেমি মাঠে তারা অনুশীলন করছে। আজ থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়া আর অনুপযুক্ত মাঠের কথা বিবেচনায় এনে তারা সেটি না খেলারই সিদ্ধান্ত নিয়েছে। এর চেয়ে অসিরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল উইকেটে অনুশীলনের দাবি জানিয়েছিল। কিন্তু বিসিবি সেই অনুমতি দেয়নি শেরেবাংলা মূল ম্যাচের ভেন্যু হওয়ায়। তাই এখন একাডেমি মাঠেই এ দু’দিনও অনুশীলন চালিয়ে যাবে তারা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘বিসিবি চমৎকার চেষ্টা চালিয়েছে আমাদের ম্যাচটি খেলানোর জন্য। কিন্তু বৃষ্টির পরিমাণটা বিন্দুমাত্র সহায়ক ছিল না। ঢাকার আশপাশে আমরা অনেক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে দেখেছি। বাংলাদেশের অনেক মানুষ বৃষ্টির কারণে সমস্যায় ভুগছে। আমরাও সেই চিন্তাই করে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নিয়ে বেশ উচ্চ ধারণা অস্ট্রেলিয়ার। তারা মনে করেন বৃষ্টির কারণে খুব বেশি ঝামেলা হবে না। এ বিষয়ে লেহম্যান বলেন, ‘এখানে (মিরপুর) আউটফিল্ড অনেক ভাল হবে এবং আশা করি বৃষ্টি হলেও দ্রুত পানি নেমে যাবে। ঠিকমতো সবকিছু হওয়ার জন্য তারা অনেক পরিশ্রম করছে। আশা করছি মাঠ দ্রুতই শুকনো খটখটে হয়ে উঠবে এবং আমরা দারুণ একটা টেস্ট ম্যাচ খেলতে পারব।’ বাংলাদেশ দলকেও এখন ম্যাচের অনুশীলন থেকে বঞ্চিত হতে হচ্ছে। তবে ইতোমধ্যেই চট্টগ্রামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তাছাড়া দীর্ঘ সময় ধরে অনুশীলনও করেছে দল। সে কারণে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করেন দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। এর সঙ্গে তিনি দাবি করেন অস্ট্রেলিয়ারও তেমন সমস্যা হবে না মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার জন্য। এ বিষয়ে তাসকিন বলেন, ‘আমি মনে করি না প্রস্তুতি ম্যাচ না খেলায় ওদের কোন অসুবিধা হবে। তারা বিশ্বের সেরা দলগুলোর একটা, তাদের সমস্যা হবে না। তাদের টপঅর্ডারে যারা আছে, সবাই খুব ভাল ফর্মে আছে। অভিজ্ঞরা তো আছেই। নতুনরাও ধারাবাহিকভাবে ভাল করছে।’
×