ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুটিনহো-ডেমবেলেকে নিচ্ছে বার্সা

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ আগস্ট ২০১৭

কুটিনহো-ডেমবেলেকে নিচ্ছে বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চলে গেছেন। এরমধ্যে আবার চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপে লজ্জাজনক পরাজয়বরণ করেছে তারা উভয় লেগে। সঙ্গে যোগ হয়েছে আরেক নির্ভরযোগ্য ফরোয়ার্ড লুইস সুয়ারেজ পড়েছেন ইনজুরিতে। দীর্ঘদিন সুয়ারেজ-নেইমারকে নিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জুটিটা ছিল ‘এমএসএন’। সেই জাদুকরী জুটিটা ভেঙ্গে গেছে নেইমার যাওয়াতে, এখন সুয়ারেজের ইনজুরি একা করে দিয়েছে মেসিকে। সবমিলিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা এখন বেশ বিপর্যস্ত সময় কাটাচ্ছে। অবস্থার উন্নতি ঘটাতে এবার ফিলিপ কুটিনহো ও উসমান ডেমবেলেকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে কাতালানরা। ব্রাজিলিয়ান প্লে-মেকার কুটিনহো বর্তমানে লিভারপুলে আছেন। এ কারণে ইংলিশ ক্লাবটির সঙ্গে বেশ জোরালো আলোচনাই চালাচ্ছে বার্সা তাকে পেতে। আর ফ্রান্সের উইঙ্গার ডেমবেলে বরুশিয়া ডর্টমুন্ডে খেলছেন। তাদের সঙ্গেও জোর আলোচনা চালাচ্ছে বার্সা কর্তৃপক্ষ। সেই আলোচনা বেশ ফলপ্রসূ হওয়ার পথে। কারণ এ দুই তারকাকে পেতে এখন অধীর হয়ে আছে কাতালান শিবির। নেইমার চলে যাওয়ার পর অনেকেই বিষয়টিকে তেমন আমলে নেননি। অনেকে গা ঝাড়া দিয়ে দাবি করছিলেন যে নেইমার না থাকলেও সমস্যা নেই বার্সার। কিন্তু সমস্যা ফুটে উঠেছে মূল প্রতিযোগিতা শুরুর পর। মৌসুমের প্রথম শিরোপাই চরম প্রতিপক্ষ রিয়ালের কাছে খোয়াতে হয়েছে। স্প্যানিশ সুপার কাপে প্রথম লেগে ৩-১ গোলে হারের পর নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরেছে বার্সা। ইনজুরিতে পড়েছেন সুয়ারেজ। এখন তাই শক্তির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণে নতুন করে কাউকে দলে ভেড়ানো অতীব জরুরী হয়ে পড়েছে বার্সার জন্য। আপাতত খুব ভাল বিকল্প হিসেবে কুটিনহো ও ডেমবেলে ছাড়া অন্য কেউ নেই। এ বিষয়ে বার্সার মহাব্যবস্থাপক পেপ সেগুরা বলেন, ‘দলকে সহায়তা করার জন্য আমাদের নতুন করে শক্তি যোগ করতে হবে। আসন্ন কয়েকদিনের মধ্যেই তারা এখানে আসবেন। আমরা কুটিনহো ও ডেমবেলের বিষয়টি নিয়ে বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করছি। এটা এখন সম্পন্ন হওয়ার খুব নিকটে। এই মৌসুমেই আশা করছি তারা আমাদের খেলোয়াড় হবেন।’ বিশ্বরেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরো (২৬১ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফি’তে এবার ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন নেইমার। তাকে ধরে রাখতে পারেনি বার্সিলোনা।
×