ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে গণধর্ষণ রিমান্ড চেয়ে পাঁচ আসামিকে আদালতে

প্রকাশিত: ০৬:৪১, ১২ আগস্ট ২০১৭

স্কুলছাত্রীকে গণধর্ষণ রিমান্ড চেয়ে পাঁচ  আসামিকে  আদালতে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৬) গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরা হলো, ঘটনার হোতা আবুল কালাম (১৮) এবং শেখ নাঈম হোসেন অনু (১৬), আহাদুল ইসলাম আহাদ (১৭), জাহাঙ্গীর আলম (২৪) ও অপু সরকার (২৫)। শুক্রবার দুপুরে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় উত্তরখান থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার ইন্সúেক্টর (তদন্ত) পরিদর্শক খন্দকার নাসির উদ্দিন জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ ধর্ষককেই পৃথকভাবে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্কুলছাত্রী গাজীপুরের তার বোনের বাসা থেকে নিজের বাসা উত্তরখান আসছিল। হেলাল মার্কেট এলাকায় এলে তার পূর্বপরিচিত শেখ নাঈম হোসেন অনু তাকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছিল আরও চারজন। পরে পাঁচজন মিলে রাত আড়াইটা পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে টহল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তার পরিবারকে খবর দেয়। ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর-৯।
×