ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক উষ্ণতায় ইউরোপে বন্যার সময় পাল্টে গেছে

প্রকাশিত: ০৬:২০, ১২ আগস্ট ২০১৭

 বৈশ্বিক উষ্ণতায় ইউরোপে বন্যার সময় পাল্টে গেছে

বৈশ্বিক উষ্ণতার কারণে ইউরোপে বন্যা দেখা দেয়ার সময় পাল্টে যাচ্ছে। সচরাচর যে সময়ে বন্যা দেখা দিত তার আগেই কোন কোন নদী পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এবং কোন কোন নদী প্লাবিত হচ্ছে ওই সময়ের পরে। এটা এমন একটা ব্যাপার যা এ অঞ্চলে কৃষি ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। গবেষকরা বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর এএফপির। মার্কিন সাময়িকী সায়েন্সে প্রকাশিত এ রিপোর্টটি ইউরোপে এ ধরনের সমীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমীক্ষা। ৩৮টি দেশে ৪ হাজারের বেশি হাইড্রোমেটিক থেকে ৫০ বছরের বিশাল উপাত্ত সংগ্রহ করে সমীক্ষাটি তৈরি করা হয়েছে। সমীক্ষার প্রধান লেখক ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিরই ইনস্টিটিউট অব হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ওয়াটার রেসকল বলেছেন, ইউরোপের উত্তর-পূর্বে সুইডেন, ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোতে ১৯৬০ ও ১৯৭০-য়ের দশকে যে সময়ে বন্যা দেখা দিত তার একমাস আগেই বন্যা দেখা দিচ্ছে এ দেশগুলোতে। দেশগুলোর ওই সময় বন্যা হওয়ার প্রবণতা ছিল এপ্রিলে, অথচ আজ তা দেখা দিচ্ছে মার্চে। এর কারণ হচ্ছে উষ্ণ জলবায়ুর জন্য প্রতিবছর তুষার গলে যাচ্ছে আগেই। ইউরোপের পশ্চিমাঞ্চলে আটলান্টিক উপকূলে শীতকালীন বন্যা দেখা দিচ্ছে পূর্বের সময়ের চেয়ে আগে শরতকালে।
×